ক্ষণজন্মারাও চলে যায়, থেকে যায় কীর্তি
ওদের চলা যাওয়া দৈহিক প্রস্থান মাত্র!
জীবনগাঁথা গল্পগুলো যেনো জাগ্রত সোপান।
ইতিহাস স্বমহিমায় এগিয়ে যায়-
কেউকেউ হয়ে যায় ইতিহাসের সন্তান।
সময়ের বিভাজিত রূপরেখায় বাঁকবদল হয় পৃথিবীর
তবুও পৃথিবীর বুক চিরকাল খুঁজে কীর্তিমান!