তেলের ডিব্বা ঢেলে সাঁতরে বেড়ায় ছদ্মবেশী ঋষিপুরুষগণ!
আমরা কেউকেউ হয়ে যায় ভূত!
আমাদের কারো কারো বাতব্যাথা,বিষফোঁড়া, অশ্ব,ভগন্দর কিংবা স্বপ্নদোষ,ধ্বজভঙ্গ!
আমাদের পাড়ার ক্ষ্যাপাটে মেয়েটি একসময়
হয়ে উঠে বেশ্যার সহজাত,
নিতান্তই ভদ্র-মেধাবী ছেলেটি পরাজয়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়ায়!
এভাবেই খেলারাম খেলে যায়! আকাশ থেকে
একটু একটু করে অভিশাপ নেমে আসে,
বরফ ছায়ায় আচ্ছাদিত আমাদের প্রতিটি নিঃশ্বাস!