তেলের ডিব্বা ঢেলে সাঁতরে বেড়ায় ছদ্মবেশী ঋষিপুরুষগণ!
আমরা কেউকেউ হয়ে যায় ভূত!
আমাদের কারো কারো বাতব্যাথা, বিষফোঁড়া, অশ্ব, ভগন্দর কিংবা স্বপ্নদোষ, ধ্বজভঙ্গ!
আমাদের পাড়ার ক্ষ্যাপাটে মেয়েটি একসময়
হয়ে উঠে বেশ্যার সহজাত,
নিতান্তই ভদ্র-মেধাবী ছেলেটি পরাজয়ের ক্ষতচিহ্ন বয়ে বেড়ায়!
এভাবেই খেলারাম খেলে যায়! আকাশ থেকে
একটু একটু করে অভিশাপ নেমে আসে,
বরফ ছায়ায় আচ্ছাদিত আমাদের প্রতিটি নিঃশ্বাস!