খেলা
--------

প্রাসাদ দাঁড়িয়ে আছে,চোখ তাঁর বিষন্ন নীলাভ
ভেতরে বেজে চলেছে শরীরি হল্লা,
কিছুটা দুঃখ,
মৃত্যুর কাছাকাছি ব্যঞ্জনাও বাজে!

বেলেল্লাপনা, নষ্টামি যেমনটি আছে
স্তব্ধতাগুলোও খুব নিরবে সন্নাসিনীর পথ ধরছে!

কখনোবা উষ্ণতার খুব কাছেই হেঁটে চলে নিষ্ঠুরতা
ভোগ এবং সমুদ্রের মুখ হা করে থাকে!
তবুও শরীরে শরীর খেলাচ্ছলে ফুল ফুটে
আকাশ,নদী,বৃক্ষ ও পাখিদের গুঞ্জন শোনা যায়!