আদর্শের কপচা ছাপিয়ে বারবনিতার মাংসাশী স্বাদ খুঁজে রাজনীতির কথিপয় সিদ্ধপুরুষ, ওরা কখনো কখনো গিলে খায় গণতন্ত্র, সমাজতন্ত্র, মাঝেমাঝে আস্ত ধর্ম কিংবা সংবিধানও। রাত বাড়তে থাকে, হাটে দামচড়ে! শরাপ খাওয়ার পয়সাটুকু বখরায় চলে!


নতুন বোতলে পুরোনো মদ! বাবুরা ক্ষান্ত হন, বিপ্লব করবেন-কিসের মন্ত্রে? যাদুর চেরাগ আছে কি? আলাদিনের চেরাগ! তবে হ্যাঁচকা টানে চিঁড়ে ফেলুন সিষ্টেমের জঞ্জাল। সাহস নেই, তাইনা?


বাজপাখির ঠোঁটে এজেণ্ডা উড়ে আসে! আমরা স্ব-সম্মানে কুঁড়িয়ে নিচ্ছি। ভূ-রাজনৈতিক হিসেবের খসড়া নিয়ে তেলেমাথায় ঘি ঢালতেই তো হবে! দ্বিতীয় বিপ্লব, তৃতীয় ধারার পথ খেয়ে নিচ্ছে মস্তবড় শুয়োরগুলো


পাশাখেলা! সে একই নিয়মেই চলছে, গোলামগণ যথারীতি পদলেহনে ব্যতিব্যস্ত! সুরে, বেসুরে সমস্বরে চলছে কাউয়া সংগীত!