নকশী বুননে ছেঁড়াখোঁড়া একখানা কাঁথা
আমাকে নিয়ে যাচ্ছে পৌরাণিক স্মৃতির কিনারায়
পাইন-ছায়াঘেরা শান্ত নির্মিলিত নির্জনতা-
নিরবচ্ছিন্ন একখানা ভবন!শানবাঁধানো ঘাট।
বৃক্ষ পতনের মড়মরিয়ে শব্দ-যৌবনপোড়া অসুখ!


কাঁথাফোঁড়-আমাকে টেনে নিয়ে যাচ্ছে শৈশবে।
মা, কাঁথা বুনতেন-স্বপ্ন বুননের মধ্য দিয়ে।
বড় হতেই আমি দেখেছি ক্রমশ সে স্বপ্নের পতন!
বাহিরে বৃষ্টির শব্দ-আবহ সংগীতটা আজ খুব নিবিড়
শীতার্ত হাওয়ার ভেতরে বয়ে যাচ্ছে অতি প্রাচীন শব্দমালা।