ছোটবেলায় নানীর কাছে কানকুয়া পাখির
নাম শুনেছিলাম,
পুত পুত পুত করে বনে বাদাড়ে বিলাপ করতো!
কানকুয়া পাখির এই গল্প-লোকমুখে প্রচলিত হতে হতে
একটি সময় হয়তোবা বিশ্বাসের ভিত তৈরী করে দিলেছিল!
এইতো সেদিন এক মাকে দেখলাম-
বটতলী ষ্টেশনে পুত পুত পুত করে বিলাপ করছিলো!
জিজ্ঞেস করতেই বললো-ছেলেটা বড্ড অভাবী,
মাকে ফেলে চলে গেছে!
আহারে মা, তুইও যে এক কানকুয়া পাখি!