তোমার জ্যোতির্ময়
চোখ দুটি, মায়াবী মুখ ,
এবং
উর্বর স্তনজোড়া
টেনে টেনে নেয় কামনার চূড়ায় ।
যৌবন ডঙ্কায়
বড্ড উম্মাদ আমি!
তোমাকে ছুঁতে চাই-
শইল মাছের মতোই
ছিটকে যাও বারবার ।
তবুও
ছুঁয়ে দেখি তোমার হাত,
ওষ্ঠ অধরে এঁকে দিই চুম্বন।
বুকের পাঁজরে লুটে নিই
স্তন ছোঁয়া সুখ!
চিত্তে কামনার জ্বালা মেটায়!
এই পৃথিবী-
কামনায়- বাসনায় মত্ত।