অবনী তটের ছায়ারেখা বরাবর পিষে মরছে আমার একান্ত ভাবনাগুলো
উপরিভাগে টায়ারের ছাপচিত্র-
মেসোপোটেমিয়- মহেঞ্জোদারো থেকে শুরু করে
সময়কালে আর্বিভূত পুনঃ পুনঃ নগ্নতার
বিদগ্ধ দৃশ্যপট-
পেরিস্কোপ দিয়েও হয়তোবা খুঁজে পাওয়া যাবেনা তলদেশ!
আমার দু-চোখ, অনেকটা অপটিক্যাল বিভ্রমের মতোই।
সারারাত জেগে থাকি- জীবনের অর্থ খুঁজি!
জানি, কারো কারো কাছে জীবনের অর্থ বিমূর্ত শিল্পকর্ম,
কবিদের কাছেই তো বটেই!
আমি তো কবি নয়- কামলা, কামলা জীবনে কোনো তরঙ্গ নেই।