সময়টাও যেনো বেশ্যাবৃত্তির ললাট ছুঁয়ে আছে,
দিগম্বর হচ্ছে গাছ-গাছালী, পশু-পাখি, মনুষ্য জগত।
ধূর্মুশপেটা হচ্ছে চেতনাবাহী পতাকা!
একদল কাকপক্ষীর মিছিল, ক্যঁ ক্যঁ ক্যঁ এগিয়ে আসছে,
সামনে ছড়ানো-ছিটানো দলা-দলা মাংসের কাড়াকাড়ি!