জলজ জোৎস্নায় স্নান করতে গিয়ে দেখি,
বিষ্ঠাত্যাগ করে চলেছে শকুনের দল!
মৃত্তিকাগর্ভ হতে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসছে বিষক্রিয়াজনিত ভ্রূণ! ক্রমশ ঘনীভূত অন্ধকার! দিকভ্রান্ত পথিক ছুটে চলে ঠিকানাহীন।
একদল পারমাণবিক শক্তির বজরা পিটিয়ে
ঘোষণা করে চলেছে জয়ধ্বনি!
রক্তের হোলি খেলায় ঘোষিত হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়!
অন্যদল খালি কলসে তত্ত্ব পেটাচ্ছে।
তাঁরাগুলো খসে পড়ে, ঝরে পড়ছে স্বপ্নগুলো!