একটি শিশুর কপাল থেকে রক্ত ঝরে পড়ছে,
শিশুটির আত্মপরিচয় অস্পষ্ট হলেও বিষয়টি যন্ত্রণাদায়ক!
ঠিক তখনি আমার সন্মুখের রাস্তাটিও হেঁটে যাচ্ছে নতজানু পদভারে
আমাদের পকেটে ঢুকে পড়েছে নর্দমার গন্ধ!
আমরা অনেকেই ছায়ামূর্তি দাঁড়িয়ে হয়ে আছি,
যদিও আমাদের চোখ দুটো বেঁচে আছে।