স্বদেশের বুকে ছুঁয়ে দেখা স্বপ্নগুলো
হলুদের আবরণে ঢাকা পড়ে গেছে।
পুঁজি লুটেরার দল এবং
কালো বিড়ালগুলো লেজ নেড়েচেড়ে চলেছে।
অদ্ভুত ক্রিয়াসক্ত মাথামুণ্ড!
ক্রমশ; মনোজাগতিক ভাবনাগুলো
হাত, পা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে
নিজেকেও খুব একটা বুঝতে পারিনা
তবুও নিরাসক্তভাবে বেঁচে থাকার
যন্ত্রণা বয়ে নিয়ে চলেছি অবিরাম!