সপ্তাহখানেক ধরে এলোমেলো হয়ে খাটের কার্নিশে- ঝুলে থাকা পুরোনু জামাটার মতো
তুমিও আজ বড্ড এলোমেলো, তাতেও আমার বুকে বাজে যৌবনের বেহায়া বিস্মরণ!
ওগো, শ্যামা মেয়ে-
তোমার কালো হরিণ চোখের দ্রুতি আমাকে ভীষণ টানে,
যেমনটি দুর্ভিক্ষ পীড়িত পথিক কে টানে লঙ্গরখানার রুটি.....
আজ আমি তৃষ্ণার্ত প্রেমিক, তোমার রক্তজবা ঠোঁটে এঁকে দিতে চাই অজস্র চুম্বন!
বলতে পারো- বেলেল্লাপনাও মানুষের জীবনের অদ্ভুত অনুষঙ্গ!
গভীর রাতে যখন তোমার শায়া, শেমিজ আকাশের সাদা অংশের মতো উন্মোচিত হয়
নিশ্চিত করে বলতে পারি- জলের স্রোতধারার মতো
প্রবাহিত সঙ্গীত তখন হয়ে উঠে সুপ্রচীন শিল্পের কাঠামো।
রিনিঝিনি শব্দের সুরালয়ে, আনন্দের ঢেউ তুলে-
জান্তব যৌবনে তীব্রমধুর উন্মাদনা তখন সৃষ্টির বীজ বুনে।