তমসাবৃত পৃথিবী, নক্ষত্রপুঞ্জ এবং আদিমতম শব্দাবলীও তোমার নগ্নতাকে রুখে দিতে পারেনি!
তোমার শরীরের ভাঁজে ভাঁজে উতলে উঠে কামজ উম্মাদনা, আফিমের লালফুলের মতোই-বিমুগ্ধ।
কেঁপে উঠে তৃষ্ণার্ত প্রেমিকের ঠোঁট, জেগে উঠে রাত, চুমুক তরঙ্গ সঞ্চারিত। সাপের মতো প্যাঁচিয়ে-সাদাজলে সিক্ত হওয়ায় কি তোমার সুখ!
এই শহরে এখন প্রতিদিন সান্ধ্য আইন,কোনো কোনো দিন রাতকানা এরোপ্লেন চক্কর দিয়ে যায়,অন্যত্র প্রকৃতিও ফিরে পেয়েছে আফ্রোদিতির মতোই ঠাসা যৌবন, তোমার মাঝে আমিও।