অগ্নিমশাল জ্বালিয়ে যদি ছারখার করে দিতে পারতাম
কাল নাগিনীর বিষাক্ত ফনা,
ক্রুদ্ধ দংশন
অস্থির প্রবাহকাল,
অন্তর্গত জীবনের ব্যার্থতা,
উদ্বাস্তু ভবিতব্য!
কিংবা যদি পেতাম
নবান্নের পিঠাপুলি আস্বাদনের মতোই
অবিরাম ভালোলাগা
নতুন পত্রালী-
টিনএজ প্রেমগাঁথা!
মৃত্তিকার কোমল স্পর্শ
দুঃখহরণের উদ্দাম হাওয়া,
এবং
স্বপ্নশয্যা!
অথচ স্বপ্নের পুরোভাগে জমে গেছে কালো আস্তর
শুকুরের মাথা গজিয়েছে অহরহ!
গণ পঞ্চায়েতে গণ মানুষ কুপোকাত!
শত-সহস্র পদচিহ্নে
আজ আমিও রেখে গেলাম একটি শব্দ-জীবনের পরাজয়!