মৃত্যু অবিসম্ভাবী হয়তোবা খুব কাছেই
জীবনের মূল্যও অনেক
হিসেবের খসড়ায় অদ্ভুত এক ধাঁধা!
প্রাসাদোপম অট্টালিকা এবং সাড়ে তিন মাটি!
যোগসূত্রটাও আশ্চর্যরকম সত্য-
কিছুক্ষণ আগেই এ পাড়ার
পুলিন বেপারীর মৃত্যুর খবর চাউর হলো
আহা!পুলিন বাবু-
টাকার পাল্লায় জীবন মেপে নিতেন!
এইমাত্র চলে গেলেন টালিউডের একজন নায়িকাও
সেও নাকি মাতাল করে দিতো যুবাদের!
একটি ঘর
অগ্নিগোলক
এবং আলোকরেখা,দুটোই জ্বলছে
যেমনটি পৃথিবীর একদিকে রাত অন্যত্র দিন!
জীবন-মৃত্যু খুব কাছাকাছি হাঁটছে!