তোমাকে আরো কিছুদিন স্মরণ করবো
হৃদয় পুড়িয়ে যতটুকু যেতে পারি, যাবো
কিংবা বেদনার গন্ধ শুকিয়ে অবিরত
বৃষ্টির প্রতিক্ষায়....
হয়তোবা কোন একদিন মেঘযাত্রা ভেদ করে
পুনরায় আশ্রয় নিতে পারি প্রতিদিনকার
ল্যাম্পপোস্টের নিচে,
সেখান থেকে ক্রমশ কল্পনা বিস্তৃত ডানা মেলে
উড়ে যাবো-
বাতাসের বিপরীত গতিবেগে।
যদিও জানি, তুমি আসবেনা ফিরে!