এই শহরের বুকে বেঁচে থাকার স্বপ্ন কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি....
লাল-হলুদ দেয়ালে হেলান দিয়ে কাটিয়েছি বহুদিন।
শাপশাপান্ত কতজন ,কতভাবে ঠকিয়েছে....
মাঝেমধ্যেই আকাশচূড়া থেকে কষ্টজল নেমে আসে!
বুকপকেটে বন্ধী হয়ে রয়েছে প্রেমাস্পদ শত-সহস্র পদাবলী...
কবিতা ঝরে যায়, নিজেকে বিকোয় নিতান্তই সস্তায়।
চৌর্যবৃত্তি-বেশ্যাবৃত্তি-তন্ত্রমন্ত্রধারী হাজারো মানুষের ভীড়ে....
ঠিকানাবিহীন আমি এক যাযাবর।