স্বপ্নের খুব কাছে গিয়ে প্রত্যাবর্তন,
অনেকটা ঈশ্বরের ইচ্ছের বলি।
যে মেয়েটি শুধুই বলে আসছিলো ঘৃণা,
আজ বলেছে ভালবাসা!
কাছে এসে দাঁড়ালো, ছুঁয়ে দিলো,
প্রতিকূল সময় বাগড়া দিচ্ছে খুব
মনেও জমে গেছে সীমাহীন দ্বিধা,
নির্ধারিত সিলেবাসের পাঠমন্ত্রে
সময়কে এঁকে দিয়েছে বর্ণহীন।
তবুও
নিঃশঙ্কচিত্তে বলছি এখনো তুমি আছো...
প্রতিদিন প্রবঞ্চনায়, ডুব সাঁতারে খুঁজি।
ঈশ্বরতো জানে, আমি কতটুকু আছি
আমার মাঝে তুমিও...।