পশ্চিমে কালো মেঘ, শক্তির উন্মাদনায়
হৃদশব্দে ক্রমাগত আর্তনাদ!
ধৃতরাষ্ট্রের পুরোহিতগণের প্রার্থনা,
বিধাতার কর্ণগোচর হয়নি।
ক্রিয়া-প্রতিক্রিয়ায় কিছুটা কালক্ষেপন,
যেমনটি গাছে তোলে মই টান!
বেগচ্যুত বায়ুমণ্ডলে মিশে গেছে
সুবিস্তীর্ণ ২৭ 'র তর্জন,গর্জন!
অতপর ক্ষেপণাস্ত্রের কালোচ্ছ্বাসে
লম্বা এক মৃত্যুর মিছিল.....
ইউক্রেনে শুরু, শেষ কোথায়?