করিডোরে দাঁড়িয়ে এক ঝলক তোমাকে দেখেছি, ঋষির মতো নিস্পৃহ
অথচ তোমার চোখ দুটো ভীষণ ভাবে আলোড়িত করছে আমাকে!
জানি, নৃ-তত্ত্বের সমস্ত ব্যুহভেদ করেও তোমাকে আবিষ্কার করা সহজ নয়
তবুও আমার বিস্মিত চোখ জোড়া তোমাকে অবলোকন করছে,
নির্লজ্জের মতো উথলি উঠছে লালসার আহ্লাদ....
মুহূর্তেই হৃদ-পেয়ালায় জমে গেছে আরো একখন্ড হৃদপিণ্ড!