কাকডাকা ভোর
কুয়াশা আবৃত মেঠোপথে হাঁটছি,
পলাশ-শিমুল এঁকেছে লালপথ
বৃক্ষছায়ায় বিহঙ্গ নৃত্য
প্রকৃতি-মনোর্চ্ছ্বাসে জাগায় দোলা!
কে যেনো ডাকে দুর্নিবার শিহরণে,
বুকেপিঠে শ্বেতশুভ্র একখানা ছাদর-
হাতের মুঠোয় লাল সবুজ মানচিত্র!
হৃদয়ের স্পন্দনে-
পুনরায় জেগে উঠে-মুজিবর।