প্রিয় নেতা, কাশেম স্যার
তিনি মাটি ও মানুষের! বন্ধু সবার।
উন্নয়ন চাষী, চেতনাদীপ্ত পুরুষ।
বন্ধু- কৃষক, শ্রমিক,কুলি, মজুরের।
তিনি প্রাকৃতজন!
এই জনপদের প্রতিটি মানুষ আজ শোকার্ত!
এই জনপদের প্রতিটি ইট, পাথর আজ শোকার্ত!
এই জনপদে তুমি নেই, তাইতো...
রমিজ মিয়ারা আজ অসহায়!
সকিনারা আজ অসহায়!
প্রচণ্ড সাহসী রানা,আরমান,হানিফ,দুলালদের মতো রাজপথ কাঁপানো সৈনিকদের খুব একটা দেখা মিলেনা!
আরিফ
কি খবর তোর? হৃদয়
নিংরানো সে ডাক আর শুনিনা!
এখন, নেতারা গরীবের বাড়ীতে যাইনা
এই জনপদে এখনো প্রতিদিন
খুঁজেফিরে তোমাকে, তোমার অস্তিত্ব।
তুমি আছো হৃদয়ে, ভালবাসায়