তোমার উড়ো উড়ো, ছুঁইছুঁই মন
                    যেনো কাশফুল।
                    ছুঁয়ে দিই, আমিও উড়ি,
এইবুঝি এসে গেলো....
শীতলক্ষার তীরে শরৎ এর আবাহন,
প্রেমবতী ভাবনাগুলো হাত পা মেলে আছে,
মনৌলোকে স্থির দাঁড়িয়ে গেলো
টালিউডের সবাকচিত্র।
                    শর্মিলা কিংবা পাওলি
                    ঠোঁট কিংবা উর্বর নারীবক্ষ
                    নিডেলের মতো বিঁধে গেলো
                    মস্তিষ্কের নিউরনভেদ করে।
কিংবা....
স্বপ্নের ছায়াঘেরা কেউ একজন
                    এসে দাঁড়ালো, সন্মুখে
হঠাৎই বেমালুম ভুলে গেলাম আমি নিজেকে,
যে কিনা রক্ত মাংসের অবয়বে পৃথিবীর সন্তান।