হঠাৎ-ই একটি লাশ লাফিয়ে উঠলো
এর আগেও
কিছু কিছু লাশ লাফিয়ে উঠেছিলো,
যেমনটি....
৫২ 'র ভাষা শহীদগণ
৬৯ এ আসাদ
৮৭ নুর হোসেন.....!
লাশদের লাফিয়ে উঠা মাঝেমাঝে ইতিহাসের জন্মদেয়!
ইতিহাসের নীল অধ্যায়গুলো উল্টেপাল্টে দেখুন- সক্রেটিস
থেকে
চে গুয়েভারা,
চে গুয়েভারা
থেকে
আইনাল.....
প্রতিটি বিপ্লব জেগে উঠে
লাশের মিছিল থেকে।
লাফিয়ে উঠা লাশগুলো জেগে থাকে
ইতিহাসের পাতায়!