সমগ্র আকাশ হলুদ ছায়ায় লুটে গেছে
আমি বেঁচে আছি আইভিলতায় প্যাচিয়ে,
গ্রিনিচ পার্কের সে বৃক্ষের মতো।
অ্যান বোলিন 'কুইন অভ এ থাউজেন্ড ডেইজ '
যেমনটি নেচে গেয়ে বেঁচেছিলেন কয়েকটা দিন-
সেই বৃক্ষের ছায়াতলে।
মাঝেমধ্যে বুকের ভেতরটায় শব্দরা ঝাঁপিয়ে পড়ে
স্বপ্নরাও কিছুটা ডালপালা বিস্তার করে-
পুনরায় ফিরে যায়!
শিশুদের পদভারে মুখরিত সবুজ মাঠ-
কোথাও যেনো হারিয়ে গেছে!
আজ যদি আইনষ্টাইনের থিওরির মৃত্যু ঘটিয়ে-
অতীত দেখার যন্ত্রে দেখতে ফিরে পেতাম
অ্যান বোনিনের নৃত্য!
কিংবা আমার জন্মের পর শৈশবের কিছু মুহূর্ত!