সময়ের হিসেবে প্রায় চল্লিশটি বছর
ঠাণ্ডা-গরম, কিংবা নাতিশীতোষ্ণ,  
ঋতুকালের থুবড়ি খাচ্ছি!
হাওয়া রদবদল, মনুষ্য উষ্ণতা,
কিংবা কঠিন-নরম, সরল-গরলে
আমি হেঁটে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি
দেখছি-
উত্তাপ ছড়াচ্ছে
আদি ডাইনোসরদের বংশধরগণ!

ওদের যোনিমুখ এখনো প্রসারিত
বুদবুদ করছে জলন্ত চুল্লির মতো,
শিল্পহীন সংগম, সুরহীন সারগম
কিছুদূর হেঁটে গিয়ে জানলাম
এইতো, এই সময়ের হাইব্রিড ফসল।