ভেতরে অদ্ভুত ক্রিয়া চলছে
গুড়ুম গুড়ুম, ভিন্নবর্ণের শব্দাদি।
বাহিরেও চলেছে দৌড়ঝাঁপ।
সম্প্রতি একটি সর্প নৃত্য বেশ ভাইরাল হয়েছে,
আদতে ফুৎকারে নাচছি আমরাও।
সভ্যতার বিভাজিত কাঠগড়ায় দাঁড়িয়ে,
দৃষ্টিপথের ছায়াধরে হেঁটে যায়।
গর্ভাশয়ের তীব্রতায় ছুটে গিয়ে
নিশানা বদল করে পাখিকুল...
ঘোড়সওয়ার পথের ক্লান্তি তখনো
জাগাইনি ভোর...
তবুও হেঁটে হেঁটে চলে গেছি বহুদূর।