নির্লজ্জ মিথ্যাচার, বকধার্মিকের আস্ফালনে
কলুসিত ভূখণ্ডে আজ
একটি অদ্ভুত আলোকরেখা ফুটে উঠলো
কালের গর্ভ থেকে ভেসে আসলো সুললিত সুর!
কি সুন্দর মায়াবী সেই মুখ, নিস্পাপ অভিব্যক্তি
এই যেনো ভালবাসার শ্রেষ্ঠ কবিতা, উজ্জ্বল ধ্রুবতারা
-হাফেজ সালেহ আহমদ তাকরিম,
তাঁর-ই আদলে গড়ে উঠুক আমাদের সন্তান।