একটু সামনে এগিয়ে যান,ডানে মোড় নিন
গোরস্থান দেখতে পাচ্ছেন কি?
কান ফেতে শুনুন-খুব নিরবে ডাকছে,
শুনতে পাচ্ছেন না?
তবে কী আপনার কর্ণকুহরে সিল মেরে দিয়েছে পাপ!
এইবার একটু ভাবুন!
এই সুসজ্জিত মনোরম প্রাসাদে আর কতদিন?
ডাইনিং টেবিলে সাজানো সুস্বাদু খাদ্যের সমাহার
আর কত-ই বা ভোগ করবেন?
ও আচ্ছা আপনি ক্ষমতাবান!
আপনার পেছনে অনেকেই তো অনুগ্রহ প্রার্থী!
দেখুন তো ঐ গোরস্থানে ওরা কেউ আছে কিনা?
না, কেউ নেই!
মাটির গভীরে সুনসান নিরবতায় আপনাকে ডাকছে!