তোমার বুকের উপকূলে আমার সমস্ত মগ্নতা
মৃদু স্পর্শ, সঙ্গোপনে-উষ্ণ অনুভবে কিংবা দীর্ঘশ্বাসে!
এ কেমন ক্ষুধা!
সমস্ত উপমা ছিন্নবিচ্ছিন্ন করে
ভয়ঙ্কর ভাবে টেনে নিচ্ছে তোমার শরীর,
যেমনটি সূর্যরাজ গিলে ফেলে দীপ্তিময় বিকেল।
তোমার বুকভরা ঘ্রাণ, শরীরি কারুকাজ
এবং ঝর্ণার উৎস গভীরে জন্ম নেয়া প্রলঙ্করী স্রোতে
মধ্যরাত্রির লম্পট মাতালের মতো আমিও যে
বিলীন হতে চাই।
গোলাপি কুমারীর অঙ্গ খুঁটে নেয়ার স্পর্ধা...
জানি, এই ভীষণ পাপ!
চাইনা, স্বর্গচ্যুত হতে....
হে যৌবনগর্বিনী নারী আমায় পরিত্রাণ দাও
পাপহীন তোমার শরীরে সঞ্চারিত করো
আমার পবিত্র আত্মা!