জলপ্রপাত, শব্দতরঙ্গ ও জল ছুঁয়ে
শাল, মহুয়ার শনশন হাওয়ায়,
সারিসারি অচেনা বিহঙ্গের উন্মাদনা,
নীলাকাশের শুভ্রতাকে সঙ্গী করে...
একান্তই কাছে পাওয়ার উদগ্র বাসনায়
তুমি-আমি ছুটে গেছি
পাহাড়ে, সমুদ্রের ধারে।

কিছুটা অভিজ্ঞান কিংবা সময়ের হিসেব কষে
কতবার, কতটা সময় কাটিয়েছি
পাবলিক লাইব্রেরি, সাইবার ক্যাফে, থিয়েটারে
কিংবা
কবিতা ও গানের আসরে।

আদর্শিক চেতনায় কখনো কখনো
একসাথে রাজপথে, মিছিলে মিছিলে।

কত যে স্বপ্ন উড়িয়েছি, স্বপ্ন বুনেছি।

পরিশিষ্ট, তত্বকথায় গদ্য বুনেছি
সময় গড়িয়ে গড়িয়ে জীবনটাও আজ গদ্যময়।