ফুসমন্তর ফু-
        তুই-আমি খেলবো,
        কুয়োর জলে
        ঝাপ দেবো!

ফুসমন্তর ফু-
        রাত্রিচরে-
        ঢুকুক জল,
        বুকের ভেতর সুখ!

ফুসমন্তর ফু-
        জলের তলে
        সাঁতার কেটে
        জেগে উঠুক প্রাণ।

ফুসমন্তর ফু-
        সাদা সাদা
        কালা কালা
        এই পৃথিবীর বুক!