একদা প্রেম ছিলো, তুমি ছিলে-
পাশাপাশি হেঁটেছি দুজন।
আজ তুমি নেই-
একাকী পথ চলছি
আমার বেদনাগুলো-নিবিড় ভাবে হেঁটে যায়,
আমাকে মৃদু উপহাস করে ঘাসফরিঙ,
ও একটি শালিক পাখি।
সমস্ত সবুজ চলে গেছে আজ হলুদরঙা রোদের কাছে,
তবুও আমি হেঁটে যায়-পথ হাঁটেনা,
ফিরে এসো, ফিরে এসো-প্রিয়তমা!