এসো বন্ধুরা
একটি মজার খেলা খেলি
এই যেমন ধরো....
লাল পিঁপড়েগুলো মুসলিম!
কালো পিঁপড়েগুলো হিন্দু!
এই যে দেখছ
লাল-কালো পিঁপড়েগুলো
সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে..
বেছে বেছে কালোগুলো মেরে ফেলো!
খুব মজা হবে তাইনা বন্ধু!
কিংবা
কালো পিঁপড়েগুলো মুসলিম
লাল পিঁপড়েগুলো হিন্দু
এইবার বেছে বেছে
কালোগুলো মেরে ফেলো!
কি যে মজা!
আমরা বড়রা বলছি
নিষ্পাপ শিশুগুলো শিখছে
হিন্দু-মুসলিম খেলা!
--------------------------------------------
(দ্রঃ ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা প্রসঙ্গে বললেন ৫০ লক্ষ অধিবাসির ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে খেলে আর ১৩৫ কোটি মানুষের দেশ ভারত হিন্দু-মুসলিম খেলে, আমাদের বাস্তবতাও অনেকটা তাই, প্রতীকী অর্থে কবিতাটি লিখা )