একটি অনিবার্য বিপ্লব থমকে গেছে
বিপ্লববাদীরা যথারীতি পলায়নপর
কেউকেউ রমনীসূলভ ব্যঞ্জনায় মেতে উঠলো
কেউবা তাঁবেদারিতে ঠাসা!
পুঁজিবাদীদের কেউকেউ বলছে--
চতুর্থ শিল্প বিপ্লবের কথা
এই বিপ্লব তাঁদেরই সাফল্য,
কি বোর্ডে আঙুল চালিয়ে পাল্টে যাচ্ছে পৃথিবী!
পেশীতন্ত্রের বিনাশ কিংবা
শোষিতের রক্তের স্রোতধারা আদৌ কি বন্ধ হবে?