ঘরবন্দী হয়ে আছি, দেখছি
বাইরে শ্বেতরঙা বৃষ্টি, তুমুল।
কর্দমাক্ত বাড়ীর আঙিনায়
কদম ফুলগুলো বৃষ্টিস্নাত হয়ে
শাবানারূপী অদ্ভুত সুন্দর দেখাচ্ছে।
ঝমাঝম শব্দগুলো হৃদয়ে বাজে
নীড়ে ঢুকে যাওয়া পাখিগুলো
ইতিউতি চোখ ঠারাচ্ছে।
একদম বুকের ভেতরে ধ্বনিত হচ্ছে
তীব্র হাহাকার, গভীরতম শূন্যতা
নিজেকে বড্ড একা লাগছে আজ!
ওম জাগানো শরীরি আকাঙ্ক্ষা, এবং
একটি মৃত আত্মা সমানে জেগে উঠেছে।