তোমার কি মনে পড়ে শম্ভুনাথ মন্দিরের সিঁড়িগুলো
এবং সে মুহুর্তটি...
সিঁড়িবেয়ে উপরে উঠতে গিয়ে হঠাৎ-ই আমার বুকে
সিনেম্যাটিক
কাহিনির মতোই সেকি- রোমাঞ্চকর অনুভূতি!
তোমার হয়তো মনে নেই, তাই স্মরণ করিয়ে দিচ্ছি-কোন এক বন্ধু দিবসে...

অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রকৃতির রং অনেক পরিবর্তিত
জানি, সেদিনগুলো আর আসবেনা ফিরে!
টিকটিক করে ঘড়ির কাঁটা সময়কে এগিয়ে নিয়ে গেছে বহুদূর....

সুনীল, শক্তি কিংবা নির্মলেন্দু গুনে আসক্তি ছিলো তোমার,
কার্লমাক্স 'র কথা বললেই মুখ ঘুরিয়ে নিতে,
অদ্ভুত ছিল' তোমার সেই বাঁকা চাহনী, তির্যক হাসি!

বন্ধুদের সাথে একবার ভোদকার প্রেমে পড়েছিলাম,    
কোনো এক ইনফরমার মারফত সেই খবর পৌঁছে গিয়েছিল তোমার কাছে...
সেদিন-ই প্রথম দেখেছি তোমার রক্তজবা চোখ!

এখনো আমি তোমার সেই রক্তজবা চোখের শাসনে!