গুটি বসন্ত,প্লেগ, জণ্ডিস আরো কতরূপ রোগ
কিংবা ভাইরাসে
একদা এই শহরের চোখ হলুদ হয়েছিলো-
হলুদ ব্যাধিতে আক্রান্ত বিবর্ণ এই শহরে পরাজিত মানুষের কুচকাওয়াজ অদ্যাবধি থেমে নেই।
আমিও সে পরাজিত মানুষদের-ই একজন
আমার দৃষ্টিরেখা বরাবর প্রতিদিন প্রেতাত্মাদের
সাড়ম্বর উপস্থিতি,
নেড়ীকুত্তাসূলভ পগাড়ম্বরতা!
নিষিদ্ধ কলরবে জেগে উঠে আমার শহর,
অন্তরীণ আর্তস্বর।
অথচ কথা ছিল-
শিশিরভেজা প্রান্তরে কিংবা সবুজ নিরবতায়
তোমার স্পর্শ পাবো
জোৎস্নারাতে কোমল শয্যায় শিহরণ জাগাবে,
মাতাল সংগমে রচিত হবে একখানা কবিতা!
মৃত্তিকা,তোমাকে বলছি-
এই শহরের চোখ এখনো হলুদ
তুমি-আমি,আমরা হলুদ ব্যাধিতে সংক্রমিত।