যদি প্রত্যহ ঘুমুতে পারতাম
নিশঙ্কচিত্তে...

যদি একদিন থেমে যেতো-
জাগতিক অস্থির কোলাহল
কিংবা মুক্ত বাজারের নাটায় বাঁধা
সুতোয় উড়বোনা আমি।

নিতান্তই আত্মকেন্দ্রিক যে মেয়েটি
চিত্তে ঘুরে বেড়ায় সারাক্ষণ
সেও হারিয়ে যাক কিছুটা সময়!

দুঃস্বপ্নরা চলে যাক দূরতম দেশে।

একটি মুক্ত স্বদেশের বুকে
নির্বিঘ্ন মানুষ হওয়ার
সত্যিই বড় সাধ জাগে।