কলেজ করিডোরে
অপেক্ষার উত্তেজনা!

মুখোমুখি হতেই একচিলতে হাসি,
একটুকরো চিরকুট!
কিছু মুহুর্ত,
কিছু স্মৃতি-
দুরন্ত প্রেম!
                 অনিবর্চনীয় সুখগুলো!

অবারিত উচ্ছ্বাসে
আইল বেয়ে-
সোনালী ধানক্ষেত মাড়িয়ে.....

বোয়ালিয়ার কূল,
কেঁওড়া বন
কিংবা
সীতা পাহাড়ের আমলকি তলা।

কখনোবা
বিসাকে 'র সবুজ আড্ডা
কবিতার চাষাবাদ!

এবং
অঙ্গীকার পত্র....
হতে পারে সেটি
একখানা প্রেমপত্র!