অপ-দর্শনের ঘূর্ণিপাকে ভেসে যাচ্ছে মূল্যবান যৌবন, বাতাসে মেঘের প্রবল হাওয়া,
প্রেতদেহের নিঃশ্বাসে আঁধার ক্রমশ ঘনিভূত
চিত্রকল্পের বিপরীতে জেগে ওঠে বন্দুকের নল
সমস্ত দৃশ্যালোক যেনো জরাগ্রস্ত, বধির!
নিস্পন্দ হয়ে পড়ছে বিকেল বেলার গল্প,
বসন্তদিনের কৃষ্ণচূড়া, পাখির শিস।
এরইমধ্যে আমি ছুঁড়ে ফেলে দিয়েছি কলম,
কবিতার পাণ্ডুলিপি এবং সূর্যাস্তের সমস্ত চিহ্ন!
নিঃসঙ্গ জানালার দিকে তাকিয়ে শুনি দূরগামী কান্না!
হয়তোবা খুব শ্রীঘ্রই আবেদন হারাবে এই পৃথিবীর সবচেয়ে গভীর উষ্ণতম চুম্বন,
থেমে যাবে সমস্ত রৌদ্রদীপ্ত কলস্বর
জলহীন প্রেমিকার হৃদয় হয়ে যাবে মরাকাঠ!
খসে পড়বে প্রজাপতির ডানা, দ্বিপ্রহর-নৈশব্দ।