মাঝেমধ্যে সভ্যতার বিপরীত পোশাকে আবৃত করি নিজেকে,
চকমকে চেহারাখানি দেখি আয়নায়,
সুখ পাই, সুড়সুড়িও জাগে!
হটাৎ একদিন নিজেকে নেতা হিসেবে আবিষ্কার করি,
আহ, আমিও যে নেতা!
রুটিন মাফিক প্রতিদিন পুজোর পসরা সাজাই,
পুজিত বড় ভাই আমার দেবতা!
অথচ দ্রোহ শব্দটিকে ছুঁড়ে ফেলে দিলাম রাস্তার ধারে, ডাস্টবিনে।