গৃঢ়স্বপ্ন গুলো মরতে মরতে লাফিয়ে উঠে
পুনরায় মরে যায় কিংবা মেরে ফেলা হয়,
মরালে হলুদ সর্ষের মাখামাখি!
তৈলবৎ শরীরগুলো আগাছায় ছেয়ে গেছে
যেমনটি রাজতন্ত্রের খসড়ায় নির্বাসিত আইন-কানুন!
কন্টকিত হয়ে উঠে চেনা জনপদ,
দাসত্বের শৃঙ্খলে বন্দী স্বপ্নলোক,
দ্বৈরথে জন্মনেয় লাঠিয়াল।