রোদ্রতাপ নাগরিক কোলাহল
স্বপ্নচারিতা-জাগরণ
বিদগ্ধ স্মৃতিপটে -দৃশ্যায়িত পুরুষ।
সভ্যতা-অপভ্রংস, কিংকর্তব্য বিমূঢ়তায়
অনর্গল পথচলা
ক্লান্তি পশ্চাতমূখীতায়-
                   অন্ধ দৌবারিক
অবিসম্ভাবী ভবিষ্যৎ ক্ষীয়মান
পরাজিত দৃশ্যায়িত পুরুষ!