একদিন চাঁপাবনে দস্যুদর্পে তোকে বুকে জড়িয়েছিলাম
সেদিন কেবলি হেঁটে চলেছিলো রক্তের উত্তাপ
অপ্রকাশিত শব্দপুঞ্জে কিংবা অনুরাগে- নীরব রোদনে
দেখেছি তোর বুকেও বেজে উঠেছিলো কামুক দীর্ঘশ্বাস!
প্রগাঢ় এক চুম্বনের আবেশে আমার বাদামীবুকে
কিছুসময় ঝরে পড়ে বৃষ্টিধারা, সেদিন
হৃদপিণ্ডের কোলাহলে আমিও বেমালুম ভুলে গিয়েছিলাম
দেহাতীত ফসলের মাঠ কিংবা রূপ রূপান্তরের
মধ্যে জেগে উঠতে পারে অন্য এক সত্তা!
স্নায়ুশিরায় উদভ্রান্ত উষ্ণতার প্লাবনে বংশীধ্বনি বাজুক।