দুই যুগ আগেও ডাকবাক্স,ডাকপিয়নের প্রতি
উড়ন্ত মাছরাঙার মতো শানিত দৃষ্টি ছিলো আমাদের,
প্রিয়জনের পত্র আসবে..….
কত যে অপেক্ষার প্রহর!
মাঝেমধ্যে মানিঅর্ডার আসতো, সেদিন সত্যিই আমাদের চোখ
নক্ষত্রের আলোর মতো উজ্জ্বল হতো!
ঐতো খাকি পোষাক পড়ে ডাকপিয়ন আসছে, হ্যাঁ এদিকেই তো আসছে …
আমাদের সেকি উচ্ছ্বাস!
কখনোবা দুঃস্বপ্নের মতো বয়ে আসতো দুঃসংবাদ!
আজ আর ডাকপিয়ন আসেনা, ডাকবাক্সটিও বিষন্ন তাকিয়ে আছে..…
আজকের দুনিয়ায় মুঠোফোনের উজ্জ্বলতা আছে বৈকি!
পবনবেগে আবেগের সেই চিৎকার আছে কী?