রক্ত ঝরে অনেকেরই
ঝরে পড়া সব রক্তই লাল।
সব ঝরে পড়া রক্তে কি চেতনা আছে
কিংবা রোমান্স?
একজন আছেন যার ঝরে পড়া রক্তে
চেতনা এবং রোমান্স দুটিই আছে।
১৫ আগস্ট, ১৯৭৫ খ্রীস্টাব্দ
রক্ত ঝরে পড়েছিল এক মহামানবের।
সেদিন ফিরে এলেই শোকাবহ জাতি আন্দোলিত হয়ে উঠে
আন্দোলিত অংশে আছে চেতনা এবং রোমান্স!
১৫ আগষ্ট- শোক শক্তিতে রূপান্তরিত
চেতনাদৃপ্ত শ্লোগান এবং দেশপ্রেম
দেশকে ভালবাসার অনবদ্য রোমান্স।