নীলকমল আকাশের দিকে তাকিয়ে
কিংবা বাতাসের মর্মর ধ্বনিতে
আজো তোমার শিহরণটুকু খুঁজিফিরি!
সেই তুমি-যখন ছিলে পরিপূর্ণ যৌবনা,
আমরা দু-জন কোমল জোৎস্নায়
স্নানোদক উম্মাদনায় মেতে উঠতাম!
যদিও তোমার শিল্প সত্তার কাছে
আমাকে বলা যেতে পারে নিতান্তই কামারের ছেনি!
উত্তপ্ত লাল গালিচায় ঠাপ মেরে মেরে-
সুপ্রাচীন শব্দমালায় কোনো একদিন
রচিত করেছিলাম একখানা মহাকাব্য।